পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরি স্কুলে গেস্ট টিচার ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগ ২০২২ | Appointment of Teaching & Non Teaching staff for New Integrated Government School, Habibpur, Malda

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরি স্কুলে গেস্ট টিচার ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগ ২০২২ | Appointment of Teaching & Non Teaching staff for New Integrated Government School, Habibpur, Malda.

পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি রাজ্যে মালদা জেলায় সরকারি স্কুলে গেস্ট টিচার ও সিকিউরিটি বা নাইট গার্ড পদে প্রার্থী নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরি কোনরকম আবেদন বা লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট  ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নিউ ইন্টিগ্রেটেড গভরমেন্ট স্কুলের তরফ থেকে। পুরুষ- মহিলা উভয় প্রার্থীরাই এই পদগুলিতে আবেদনর জন্য যোগ্য।

প্রতিষ্ঠানের নাম: New Integrated Government School, Habibpur, Malda.
কাজের ধরন: পশ্চিমবঙ্গ সরকারি চাকরি|
আবেদন পদ্ধতি: অফলাইন – সরাসরি সাক্ষাৎকার  (Walk In Interview).

পদের নাম: i) গেস্ট টিচার 

                      ii) সিকিউরিটি বা নাইট গার্ড

মোট পদের সংখ্যা: 4 টি

গেস্ট টিচার পদের সংখ্যা: 2 টি
সিকিউরিটি বা নাইট গার্ড পদের সংখ্যা: 2 টি  

এই পদগুলিতে আবেদন করার জন্য কোনো রকম আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি উল্লেখিত নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল ১১টার মধ্যে |

প্রয়োজনীয় নথিপত্র:-

নিজ সই সহ শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, PPO , বয়সের প্রমানপত্র, Last Pay Certificate.

নির্বাচনের নির্দেশিকা (Criteria for Selection):-
  • পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরি
  • প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে|
  • আবেদনকারীকে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক হতে হবে (অতিথি শিক্ষকের জন্য)|
  • ০১ জানুয়ারি ২০২১ অনুযায়ি প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে|
  • নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কাজ চালিয়ে যাবেন অথবা 65 বছর বয়সে যেটি আগে সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে।
  • নিয়োগপ্রাপ্ত শিক্ষকের পারিশ্রমিক হবে শেষ বেতন বিয়োগ পেনশন|
  • নিরাপত্তা / নাইট গার্ড প্রার্থীদের প্রাক্তন সৈন্যদের মধ্য থেকে নির্বাচন করা হবে।
  • নিরাপত্তা / নাইট গার্ড প্রার্থীদের বেতন বাছাই কমিটি সিদ্ধান্ত নেবে|

ইন্টারভিউ এর তারিখ:- ০৩ মার্চ ২০২২ .
ইন্টারভিউ এর স্থান:- মালদা জেলা পরিষদ, মালদা|

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
অফিসিয়াল ওয়েবসাইট:
Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here

 

Views: 1

Leave a Comment