উত্তর 24 পরগণায় গ্রাম রোজগার সহায়কের নিয়োগ | Recruitment of Gram Rozgar Sahayak in North 24 Parganas

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

উত্তর 24 পরগণায় গ্রাম রোজগার সহায়কের নিয়োগ | Recruitment of Gram Rozgar Sahayak in North 24 Parganas.

ব্লক ডেভেলপমেন্ট অফিস, নর্থ ২৪ পরগনা এর তরফ থেকে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের চাক্রির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনের যোগ্য। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন।


আবেদনে আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরুর তারিখ ও শেষের তারি্‌ মাসিক বেতন, পদের সংখ্যা, বয়স, আবেদন মূল্য, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিখাটি সম্পন্ন পড়ুন।


প্রতিষ্ঠানের নাম: ব্লক ডেভেলপমেন্ট অফিস, নর্থ ২৪ পরগনা


আবেদন পদ্ধতি: অফলাইন

গুরুত্বপূর্ন তারিখগুলো:
বিজ্ঞপ্তির তারিখ: ২৩ মার্চ ২০২২
অফলাইন আবেদনের শুরুর তারিখ: ২৩ মার্চ ২০২২

অফলাইন আবেদনের শেষ তারিখ: ০৮ এপ্রিল ২০২২

পদের নাম:– গ্রাম রোজগার সহায়ক।

মোট পদের সংখ্যা:- ০৪ টি 


শিক্ষাগত যোগ্যতা:- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য ডিগ্রিতে পাশ বা ফিজিক্স এবং ম্যাথমেটিক্স কম্পালসারি বিষয় নিয়ে ভোকেশনাল পাশ করতে হবে ৫৫ শতাংশ নম্বর নিয়ে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে।  

অন্যান্য যোগ্যতা:-  প্রার্থীদের কমপক্ষে ৬ মাসে কম্পিউটার ট্রেনিং করা থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে। 


বাসস্থান: প্রার্থীদের অবশ্যই গাইঘাটা ব্লক, নর্থ ২৪ পরগনার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

নির্বাচন পদ্ধতি / নিয়োগ পদ্ধতি: যোগ্যতা ভিত্তিকের মাধ্যমে পার্থী বাছাই করে নেওয়া হবে।

বয়সসীমা: ২৩ মার্চ ২০২২ অনুযায়ি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন ফী:- এই পদগুলির জন্য কোনো রকম  আবেদন মূল্য লাগবে না। 

বেতন: এই পদের জন্য প্রার্থীদের নিদিষ্ট মাসিক বেতন ১২,০০০ টাকা ধার্য্য করা হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: MGNREGA Cell, Gaighata Block, North 24 Parganas.

আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে তা নিম্নোক্ত-

  • মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড / বার্থ সার্টিফিকেট। 
  • উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজাল্ট। 
  • ভোটার কার্ড / এপিক কার্ড। 
  • ৬ মাসে কম্পিউটার ট্রেনিং করা প্রমানপত্র কোনো স্বীকৃত ইনস্টিটিউশনের 
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আসল)
  • আধার কার্ড ।

আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি: নোটিফিকেশনে উল্লেখিত ফর্মটি ডাউনলোড করুন তা সমস্ত প্রয়োজনীয় নথি অনুযায়ী সম্পূর্ণ পূরণ করুন নিজ সই সহ এবং নোটিফিকেশনে উল্লেখিত প্রয়োজনীয় নথি সমেত নোটিফিকেশনের উল্লেখিত ঠিকানায় ২৩ মার্চ ২০২২ থেকে ০৮ এপ্রিল ২০২২ মধ্যে পাঠিয়ে দিতে হবে ।  

অফলাইনে আবেদন করার জন্য আবেদনের ধাপ বা নিয়মাবলী :-
  • আবেদনের পদ্ধতি অফলাইন।
  • সর্বপ্রথম, ব্লক ডেভেলপমেন্ট অফিস নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ  বা ইমেজ ফাইল টি ডাউনলোড করুন এবং যত্নসহকারে পড়ে নিন।
  • ফর্মটি পূরণ করার বা পাঠানোর জন্য অনুগ্রহ করে সঠিক ইমেল আইডি এবং মোবাইল নম্বর রাখুন এবং আইডি প্রমাণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ফটোগ্রাফ, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা থাকলে ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্যগুলি প্রস্তুত রাখুন।
  • তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিন এবং যথাযথভাবে ফরমটি পূরণ করুন এবং নোটিফিকেশনে উল্লেখীত সমস্ত প্রয়োজনীয় নথি সহ নীচের ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
  • আবেদন ফি বা মূল্য অনলাইন বা অফলাইন মাধ্যমে করা যেতে পারে. (যদি তা গ্রহণযোগ্য হয় এই পদগুলিতে আবেদন করার জন্য)।
  • ঠিকানা: MGNREGA Cell, Gaighata Block, North 24 Parganas.


গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি: CLICK HERE

আরো চাকরির খবর জানতে: CLICK HERE

Views: 0

Leave a Comment