ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি তে নিয়োগ ২০২২ । West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) Recruitment 2022

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি তে নিয়োগ ২০২২ । West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) Recruitment 2022.

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন থেকে বিষয় টি জানতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম:
 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড

আবেদন পদ্ধতি: অনলাইন

গুরুত্বপূর্ন তারিখগুলো:-
অনলাইন আবেদনের শুরুর তারিখ: ১৮ ফেব্রুয়ারী ২০২২
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১১ মার্চ ২০২২

পদের নাম: স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice)

                    টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice)

মোট পদের সংখ্যা: ৬২ টি

স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice) পদের: ১৬ টি  
টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice) পদের: ৪৬ টি

Category wise ESIC Vacancy Details:-

Post Name

UR

SC

ST

OBC-A

OBC-B

স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice)

09

03

01

02

01

টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice)

28

08

02

05

03


শিক্ষাগত যোগ্যতা: – 

স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice) প্রার্থীদের: AICTE দ্বারা স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করতে হবে ইলেক্ট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং এ (যেটি 04 বছর পূর্ণ সময়ের  কোর্স হতে হবে) ।

টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice) প্রার্থীদের: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিতে ডিপ্লোমা (03 বছরের ফুলটাইম কোর্স) করা থাকতে হবে  কোনো স্বীকৃত প্রতিষ্ঠান যেটি  দ্যা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশন দ্বারা  হতে হবে ।


নির্বাচন পদ্ধতি / নিয়োগ পদ্ধতি: মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে

বয়সসীমা: 

স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice) প্রার্থীদের: ০১ জানুয়ারি 2022 অনুযায়ি প্রার্থীদের বয়স কমপক্ষে ২২ হতে হবে।
টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice) প্রার্থীদের: ০১ জানুয়ারি 2022 অনুযায়ি প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮  হতে হবে।

আবেদন ফী:- এই পদ গুলিতে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য বা ফি লাগবে না 

বেতন:-

স্নাতক শিক্ষানবিশ (Graduate Apprentice) প্রার্থীদের : নিদিষ্ট মাসিক বেতন ৯০০০ টাকা ধার্য করা হয়েছে।
টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice) প্রার্থীদের : নিদিষ্ট মাসিক বেতন ৮০০০ টাকা ধার্য করা হয়েছে।


 অনলাইন আবেদন করার জন্য আবেদনের ধাপ বা নিয়মাবলী :-

  • প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন শুধুমাত্র WBSETCL অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
  • আবেদন করার আগে, প্রার্থীদের নীচের বক্স থেকে নিয়োগের বিজ্ঞপ্তির  PDF বা ইমেজ ফাইলটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে।
  • আবেদন করার আগে, প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয়  নথিগুলির ছবি স্ক্যান করে রাখতে হবে।
  • প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকতে হবে
  • রেজিস্ট্রেশনের জন্য ইমেইল আইডি এবং মোবাইল নম্বর সক্রিয় রাখতে হবে।
  • অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রার্থীর নাম, আবেদনকৃত পোস্ট, জন্ম তারিখ, ঠিকানা, ইমেল আইডি, ইত্যাদি সহ অনলাইন আবেদনে উল্লিখিত সমস্ত বিবরণ বা তথ্য চূড়ান্ত হিসাবে বিবেচিত করা হবে। প্রার্থীদেরকে অত্যন্ত যত্ন সহকারে অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তাদের ভুল তথ্য সংশোধনের বিকল্প ব্যবস্থা নাও থাকতে পারে অথবা আবেদনপত্রটি প্রত্যাখ্যাত বা বাতিল হয়ে যেতে পারে।
  • আবেদন ফি বা মূল্য অনলাইন বা অফলাইন মাধ্যমে করা যেতে পারে. (যদি তা গ্রহণযোগ্য হয় এই পদগুলিতে আবেদন করার জন্য)।
  • সবশেষে, আবেদনপত্র জমা দিতে সাবমিট অপশনে ক্লিক করুন, আবেদন জমা দেওয়ার পরে প্রার্থীরা রেফারেন্স নম্বরের জন্য তাদের আবেদনপত্রটি  সংরক্ষণ করে নিতে পারেন বা আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারেন।


গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE
অফিসিয়াল বিজ্ঞপ্তি: CLICK HERE
অনলাইনে আবেদন করুন: CLICK HERE

Views: 0

Leave a Comment