বিশ্বভারতী শান্তিনিকেতনে নিয়োগ | Recruitment of Visva Bharati.

বিশ্বভারতী শান্তিনিকেতনে নিয়োগ | Recruitment of  Visva Bharati.

West Bengal Jobs,Walk In Interview,Recruitment,Jobs,Job Search,Job Information,Government Job,Employment,

বিশ্বভারতী শান্তিনিকেতন এর তরফ থেকে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের চাক্রির জন্য জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাব-অ্যারিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনের যোগ্য। আগ্রহী প্রার্থীরা অফলাইনে (ডাইরেক্ট ইন্টারভিউ)  আবেদন করতে পারেন।

আবেদনে আবশ্যিক যোগ্যতা, আবেদন শুরুর তারিখ ও শেষের তারি্‌ মাসিক বেতন, পদের সংখ্যা, বয়স, আবেদন মূল্য, আবেদনের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিখাটি সম্পন্ন পড়ুন।


প্রতিষ্ঠানের নাম: বিশ্বভারতী শান্তিনিকেতন

আবেদন পদ্ধতি: অফলাইন (ডাইরেক্ট ইন্টারভিউ)

গুরুত্বপূর্ন তারিখগুলো:-
বিজ্ঞপ্তির তারিখ: ০১ মার্চ ২০২২

ইন্টারভিউ তারিখ: ২৪ মার্চ ২০২২

পদের নাম:- রিসার্চ অ্যাসোসিয়েট

মোট পদের সংখ্যা:- ০২ টি 


শিক্ষাগত যোগ্যতা:- ৫৫ শতাংশ নম্বর নিয়ে এগ্রিকালচার ইকোনমিক্স বা ইকোনমিক্স এ পাশ হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। অথবা সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে কোনো বিদেশী ইউনিভার্সিটি থেকে। (সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাবেন) ।

পছন্দসই যোগ্যতা: –
অভিজ্ঞতা: দুই বছরের রিসার্চ এক্সপ্রিয়েন্স থাকতে হবে ফিল্ড সার্ভে, ডাটা কালেকশন,ডাটা এনালিস্টিক এবং রিপোর্ট লেখার উপর। 

ভাষাগত দক্ষতা: প্রার্থীদের পশ্চিমবঙ্গ /সিকিম/এ & এন আইল্যান্ড (A&N Islands) এর লোকাল ভাষা জানতে হবে। 

অন্যান্য: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং পরিসংখ্যানগত প্যাকেজের সাথে কাজের জ্ঞান যেমন – SPSS/STATA/R/CAPI ইত্যাদি।

নির্বাচন পদ্ধতি / নিয়োগ পদ্ধতি:- ইন্টারভিউ এর মাধ্যমে পার্থী বাছাই করে নেওয়া হবে।

বয়সসীমা: ২৪ মার্চ ২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।  

আবেদন ফী:- এই পদগুলির জন্য কোনো রকম আবেদন মূল্য বা ফী লাগবে না।

বেতন: এই পদের জন্য প্রার্থীদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা + HRA। 


নোটিফিকেশন উল্লেখিত আবেদনপত্র টি ডাউনলোড করে তা সম্পূর্ণ পূরণ করে নোটিফিকেশনের উলেখিত ঠিকানায় পৌছিয়ে যেতে হবে ইন্টারভিউ এর জন্য।  
ইন্টারভিউ এর তারিখ:- ২৪ মার্চ ২০২২ (বৃহস্পতিবার) বেলা ১১ টার মধ্যে পৌছিয়ে যেতে হবে

ইন্টারভিউ এর স্থান:-  আগ্রো-ইকোনমিক রিসার্চ সেন্টারে, বিশ্ব- ভারতী, শান্তিনিকেতন
Agro-Economic Research Centre, Visva- Bharathi, Santiniketan.

অফলাইনে আবেদন করার জন্য আবেদনের ধাপ বা নিয়মাবলী :-
  • আবেদনের পদ্ধতি অফলাইন (ডাইরেক্ট ইন্টারভিউ) ।
  • সর্বপ্রথম,বিশ্বভারতী শান্তিনিকেতনের নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ বা ইমেজ ফাইল টি ডাউনলোড করুন এবং যত্নসহকারে পড়ে নিন।
  • ফর্মটি পূরণ করার বা পাঠানোর জন্য অনুগ্রহ করে সঠিক ইমেল আইডি এবং মোবাইল নম্বর রাখুন এবং আইডি প্রমাণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ফটোগ্রাফ, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা থাকলে ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্যগুলি প্রস্তুত রাখুন।
  • তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিন এবং যথাযথভাবে ফরমটি পূরণ করুন এবং নোটিফিকেশনে উল্লেখীত সমস্ত প্রয়োজনীয় নথি সহ নীচের ঠিকানায় ইন্টারভিউ এর দিন পৌছিয়ে যান।
  • আবেদন ফি বা মূল্য অনলাইন বা অফলাইন মাধ্যমে করা যেতে পারে. (যদি তা গ্রহণযোগ্য হয় এই পদগুলিতে আবেদন করার জন্য)।
  • ঠিকানা: আগ্রো-ইকোনমিক রিসার্চ সেন্টারে, বিশ্ব- ভারতী, শান্তিনিকেতন
    Agro-Economic Research Centre, Visva- Bharathi, Santiniketan.

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE 
অফিসিয়াল বিজ্ঞপ্তি: CLICK HERE

Views: 0

Leave a Comment